Tuesday, March 15, 2011

R-Enable এর মাধ্যমে উইন্ডোসের রেজ্রেস্ট্রী এডিটর,cmd,task ম্যানেজার,Run এবং ফোল্ডার অপশন রিস্ট্রোর করা

বেশিরভাগ টাইমেই কম্পিউটার ভাইরাস,ত্রোজন এসবের মাধ্যমে ইনফেক্টেট হলে রেজ্রেস্ট্রী এডিটর, cmd,task ম্যানেজার,Run এবং ফোল্ডার অপশন ডিস্যাবেল হয়ে যায়।ইনফেক্টেট পিসিতে কোন এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে এগুলিকে ডিলিট মারলেও আগের কোডের এবসেন্টে রেজ্রেস্ট্রী এডিটর, cmd,task ম্যানেজার,Run এবং ফোল্ডার অপশন ডিস্যাবেল হয়ে যায়।ম্যানুয়ালী এই সমস্ত রেজ্রেস্ট্রী কোডগুলি ফাইন্ড করে R-Enable করা একটি চুনোতির কাজ। R-Enable উইন্ডোসের একটি হ্যান্ডী এপ্লীকেশন যার মাধ্যমে সহজেই রেজ্রেস্ট্রী এডিটর, cmd,task ম্যানেজার,Run এবং ফোল্ডার অপশন এগুলিকে রি-এন্যাবেল করা যাবে। R-Enable মিসিং কোডগুলিকে আবার প্রিভিয়াস স্টেজে প্লেস করে দেয় এবং এটিকে ইনস্টলেশনের কোন জরুরত নেই কারন এটি ফুললী পোর্টবেল এপ্লীকেশন।

ভাইরাস আক্রান্ত ফোল্ডার অপশন ফিরিয়ে আনুন চোখের নিমিষে

পরম করুনাময় আল্লাহতায়ালার নামে শুরু করছি।

আশা করি আল্লাহর অশেষ দয়ায় সকলে ভালো আছেন।

ফোল্ডার অপশনে ভাইরাস আক্রান্ত হওয়া একটি কমন সমস্যা।হাইড ফাইলগুলো অনেক সময় ভাইরাসের কারনে শো করা যায় না।আবার সময় ফাইল হাইড করলেও শো হয়ে থাকে ।ফোল্ডার অপশনে সমস্যা হলে এরকম সমস্যায় পড়তে হয় ।আপনি যদি এরকম সমস্যায় পড়ে থাকেন বা পড়ার আশংকা করেন তাহলে http://www.mediafire.com/?jmnh3nyghyi ঠিকানা থেকে মাত্র ৭৭৫ বাইটের FOLDER OPTION ENABLE নামের ছোট্ট ফাইলটি নামিয়ে নিন।ফাইলটি দুই ক্লীক দিয়ে চালু করুন ।যেকোন একটি কি চাপুন এবং পিসি রিস্র্স্টাট দিন।এখন দেখুন ফোল্ডার অপশনে আর কোন সমস্যা নেই ।

Download

ডাউনলোডের আগেই ভাইরাস স্ক্যান করুন

ইন্টারনেট ব্যবহার করলে প্রতিনিয়তই বিভিন্ন সফটওয়্যার বা ডকুমেন্ট ডাউনলোড করা হয়। কিন্তু ডাউনলোড করার পরে যদি দেখা যায় সফটওয়্যার বা ডকুমেন্টটিতে ভাইরাস আছে তাহলে কেমন লাগে! কিন্তু ডাউনলোড করার আগেই যদি এসব সফটওয়্যার বা ডকুমেন্ট স্ক্যান করা যেত তাও আবার ২২টি জনপ্রিয় এন্টিভাইরাস দ্বারা তাহলে কেমন হতো! এজন্য যে সফটওয়্যার বা ডকুমেন্টটি ডাউনলোড করতে চান সেটির লিংক কপি করে http://scanner.novirusthanks.orgএই সাইটে যান এবং Scan Web Address এ ক্লিক করে লিংকটি পেস্ট করে Submit Address এ ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে ২২টি এন্টিভাইরাস দ্বারা লিংকের সফটওয়্যার বা ডকুমেন্টটি স্ক্যান করে ফলাফল দেবে। বিভিন্ন সময় দেখা যায় ওয়েবসাইটে ভাইরাস বা মালওয়্যার আছে। এখানে উক্ত সাইটের লিংক পেস্ট করে স্ক্যান করলেও ফলাফল পাওয়া যাবে। আর যদি কম্পিউটারের কোন ফাইল (সর্বোচ্চ ২০ মেগাবাইট) স্ক্যান করতে চান তাহলে Scan File থেকে Browse বাটনে ক্লিক করে কম্পিউটারের ফাইলটি নির্বাচন করে Submit File করলেই হবে।