Monday, November 14, 2011

গেম: "কল অফ ডিউটি" ৪০০ মিলিয়ন ডলার ব্যবসা করেছে


(প্রিয় টেক) ধারনা করা হচ্ছে, "কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার থ্রি" হলো এযাবৎ কালের সবচে ব্যবসা সফল ভিডিও গেম। গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন বলেছে, এখন থেকে তারা বছরে কম, কিন্তু ভালো গেম বাজারে ছাড়বে।এই গেমিং কোম্পানীটি বছরে ৪ বিলিয়ন ডলার আয় করে, আর এই একটি গেমই তাদেরকে এনে দিচ্ছে এক তৃতীয়াংশ উপার্জন। অ্যাক্টিভিশন আরো জানিয়েছে যে, গেমটি রিলিজ হওয়ার মাত্র ২৪ ঘন্টার ভেতর ৬৫ লক্ষ কপি বিক্রি হয়ে যায়, যার মূল্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।
অবাক হলেও সত্যি যে, এই টাকা আসে কেবলমাত্র দুটো ভৌগলিক এলাকা থেকে - আমেরিকা এবং ইংল্যান্ড। এশিয়ার এই অঞ্চলে গেমটি এখনো তেমন বিক্রি হয়নি।


বের হল "কল অফ ডিউটিঃ" মডার্ন ওয়ারফেয়ারের ৩-এর ট্রেইলার

No comments:

Post a Comment