Monday, November 14, 2011

গেরিলা মভি ডাউনলোড করুন এক্ষুনি


                                                                                    Download

মোবাইলের তথ্য জেনে নিন আইএমইআই নম্বরের মাধ্যমে



প্রত্যেকটা মোবাইল ফোনের সতন্ত্র আইএমইআই (IMEI) নম্বর থাকে। এই আইএমইআই নম্বর দ্বারা জানা যায় মোবাইল কোন ব্যান্ডের, কোন মডেলের এবং কোথায় তৈরী হয়েছে।
আইএমইআই (IMEI) নম্বর জানা: মোবাইল ফোনে *#06# চাপলে ১৫-১৭ ডিজিটের সিরিয়াল নম্বর বা IMEI নম্বর আসবে। অথবা মোবাইল ফোনের ব্যাটারী খুললে সেটের সাথের স্টিকারে সিরিয়াল নম্বর বা IMEI নম্বর লিখা পাওয়া যাবে।
তথ্য জানা: বিস্তারিত তথ্য জানার জন্য এইখান থেকে Check IMEI সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে চালু করুন। এবার মোবাইল ফোন থেকে প্রাপ্ত সিরিয়াল নম্বর বা IMEI নম্বর এর প্রথম ৯ ডিজিট IMEI অংশে লিখে সার্চ করুন তাহলে নিচে ব্যান্ড, কোন মডেল এবং কোথায় তৈরী তার তথ্য আসবে।

গেম: "কল অফ ডিউটি" ৪০০ মিলিয়ন ডলার ব্যবসা করেছে


(প্রিয় টেক) ধারনা করা হচ্ছে, "কল অফ ডিউটি: মডার্ন ওয়ারফেয়ার থ্রি" হলো এযাবৎ কালের সবচে ব্যবসা সফল ভিডিও গেম। গেম প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন বলেছে, এখন থেকে তারা বছরে কম, কিন্তু ভালো গেম বাজারে ছাড়বে।এই গেমিং কোম্পানীটি বছরে ৪ বিলিয়ন ডলার আয় করে, আর এই একটি গেমই তাদেরকে এনে দিচ্ছে এক তৃতীয়াংশ উপার্জন। অ্যাক্টিভিশন আরো জানিয়েছে যে, গেমটি রিলিজ হওয়ার মাত্র ২৪ ঘন্টার ভেতর ৬৫ লক্ষ কপি বিক্রি হয়ে যায়, যার মূল্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।
অবাক হলেও সত্যি যে, এই টাকা আসে কেবলমাত্র দুটো ভৌগলিক এলাকা থেকে - আমেরিকা এবং ইংল্যান্ড। এশিয়ার এই অঞ্চলে গেমটি এখনো তেমন বিক্রি হয়নি।


বের হল "কল অফ ডিউটিঃ" মডার্ন ওয়ারফেয়ারের ৩-এর ট্রেইলার

পেনড্রাইভের জায়গা সাশ্রয় করুন



সাধারনত পেন ড্রাইভ FAT, FAT 32 ফাইল সিস্টেমে চলে,ফলে এখানে ফাইল compression বা সংকোচনের কোন সুবিধা পাওয়া যায় না। কিন্তু NTFS ফাইল সিস্টেমে compression সুবিধা রয়েছে।যেমন,৫০ মেগাবাইটের একটি ফাইল NTFS ফরম্যাটের ড্রাইভে মাত্র ৩০ মেগাবাইট জায়গা নেবে।তাই NTFS ফাইল সিস্টেমে পেন ড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হয়।আপনার পেন ড্রাইভকে NTFS ফরম্যাটে কনভার্ট করতে Start/Run- এ গিয়ে cmd লিখে কমান্ড খুলন এবং convert X: /FS:NTFS লিখে Enter চাপুন (X এর জায়গায় পেন ড্রাইভ যে ড্রাইভে রয়েছে তার অক্ষর হবে,যেমন L ড্রাইভে হলে হবে L )।এখন My computer এ গিয়ে পেন ড্রাইভের আইকনে ডান ক্লীক করে Properties এ যান।এখান থেকে ’ Compress Drive to Save Disk SpaceÕ অপশনে টিক দিয়ে OK করুন,এখন ’ Apply To Sub Folders and FilesÕ অপশন (যদি আসে) OK করে বের হয়ে আসুন।ব্যস কাজ শেষ। এখন পেন ড্রাইভে কোন ফাইল কপি করলে সেটা খুব বেশী জায়গা নেবে না,ফলে পেন ড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হবে।

পেনড্রাইভে ভাইরাস আক্রান্ত ফাইল পুনরুদ্ধার

অনেক সময় দেখা যায় পেনড্রাইভে ভরে দরকারি কোনো ফাইল নিয়ে গেলেন প্রিন্ট করার জন্য। তখন আপনার পেনড্রাইভটি নিয়ে ভালো কোনো কম্পিউটারে (যে কম্পিউটারে ভাইরাস নেই এবং সাম্প্রতিকতম অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে) পরীক্ষা করবেন। পরীক্ষা বা স্ক্যান করার সময় হয়তো দেখা গেল পেনড্রাইভে ভাইরাস বা ওয়ার্ম রয়েছে। ভাইরাস আক্রান্ত কিছু ফাইলকে অ্যান্টিভাইরাস মুছে দিতে পারে।স্ক্যান শেষ হওয়ার পর পেনড্রাইভ ফাঁকা দেখাতে পারে।অর্থাৎ পেনড্রাইভে কিছুই নেই।
ভয়ের কিছু নেই।এমন হলে পেনড্রাইভে মাউসের ডান ক্লিক করে প্রোপার্টিজে গিয়ে দেখা যাবে, পেনড্রাইভে কিছু ফাইল বা ডেটা আছে কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না। সেগুলো দেখার জন্য My Computer-এর মেনুবারের Tools থেকে Folder options নির্বাচন করে View-এ ক্লিক করুন। এখন Show hidden files and folders-এ টিক চিহ্ন দিন এবং Hide extensions.. এবং Hide protected.. বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন দেখবেন পেনড্রাইভে আপনার ফাইল, ফোল্ডারগুলো লুকানো অবস্থায় দেখা যাচ্ছে এবং সেগুলো ভালো আছে, নষ্ট হয়নি। পেনড্রাইভে করে কোনো ফাইল বা ফোল্ডার অন্য কোনো কম্পিউটারে নিতে চাইলে সেগুলো জিপ করে নেবেন। জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ করে না। কোনো ফাইল বা ফোল্ডার জিপ করতে চাইলে সেটিতে ডান ক্লিক করে Send to Compressed (Zipped)-এ ক্লিক করুন। দেখবেন জিপ হয়ে গেছে। আবার আনজিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Extract All-এ ক্লিক করে পরপর দুবার Next-এ ক্লিক করতে হবে।

মানসম্পন্ন মোবাইল সেট চেনার উপায়



আপনার হাতের মোবাইল সেটটি আসল না নকল কিংবা কোথায় তৈরি হয়েছে, বিষয়টি জেনে নিন শুধু একটি কোড টাইপের মাধ্যমে। আপনার হ্যান্ডসেটে *#06# চাপুন, সঙ্গে সঙ্গে 15 সংখ্যার একটি আন্তর্জাতিক মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি নম্বর চলে আসবে। এখন ৭ম এবং ৮ম নম্বরের দিকে খেয়াল করুন। যদি ৭ম এবং ৮ম নম্বর 02 বা 20 হয়, সেক্ষেত্রে হ্যান্ডসেটটির কোয়ালিটি খুব খারাপ, 08 বা 80 হয়ে থাকলে হ্যান্ডসেটটির কোয়ালিটি মানসম্মত, 01 বা 10 হলে খুব ভালো, 00 হলে হ্যান্ডসেটটি প্রধান কারখানার তৈরি এবং 13 হলে সেটের কোয়ালিটি খুবই খারাপ এবং এটি আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।

ইয়াহু ম্যাসেঞ্জার থেকে ফ্রি কল করুন যেকোন মোবাইলে,ল্যান্ডফোনে


                                   
          
এই টিপসটি প্রথম আমি পেয়েছিলাম অন্য একটি ব্লগে।কিন্তু তখন আমি নিজেই টিপসটি প্রয়োগ করতে পারিনি।কত চেষ্টা করেছি তাও ফ্রি কল যায় না।আমি ভাবলাম যে এটি ভুল টিপস।কিছুদিন আগে কি মনে করে যেন আবার ট্রাই করলাম।ওমা! এবার দেখি ঠিকঠাক সব হলো !!আসলে ফ্রি কলের সেবাগুলো মোবাইল অপারেটরগুলো টের পেয়ে ব্লক করে দেয়।যার কারনে অনেক সময় ইন্টারনেট থেকে ফ্রি কল করতে গেলে আমরা অনেক সময় বাধাপ্রাপত হই আর ভাবি আসলে এটি ভুয়া।কিন্তু বিষয়টি জেনে রাখলে মাঝে মাঝে ফ্রি কল পেতেও পারেন।আর ইয়াহুর ফ্রি কল আনলিমিটেড।যাহোক কথা আর না বাড়িয়ে চলুন জেনে নিই কিভাবে ইয়াহু থেকে ফ্রী কল করা যায়।
১. ইয়াহু ম্যাসেন্জার খুলুন।
২.contacts লেখার নিচে ফাকা বক্সে (ছবিতে দেখানো স্থানে)১৮০০৩৭৩৩৪১১ নম্বরটি লিখে ইন্টার চেপে কল দিন।
৩.এখন ইয়াহু থেকে স্বয়ক্রীয় কিছু কথা শোনা যাবে শুনতে থাকুন এবং অপেক্ষা করুন কখন “ফ্রি কল” কথাটি উচ্চারন করে ওপাশ থেকে।
৪.যেই বলবে ‘ফ্রি বল’ আপনিও একটু জোরে বলুন ,’ফ্রি কল’
৪.যদি প্রথম চেষ্টায়ই আপনার কাজ হয়ে যায় তাহলে তো ভালোই।নয়তো কল কেটে দিয়ে আবার একই নিয়মে কল করুন এবং ফ্রি কল চালুর চেষ্টা করুন।তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি,ফ্রী কল কথাটি বলার আগেই কল কেটে যায়,আবার অনেক সময় network busy দেখায়।তাই যে সময় network ফ্রি থাকে সেসময় চেষ্টা করুন।একবার ফ্রি কল হয়ে গেলে যতক্ষন খুশী কথা বলতে পারবেন যেকোন মোবাইলে। 

Sunday, November 13, 2011

কাঠপেন্সিল - হুমায়ুন আহমেদ

                                                                     
                                                                       ডাউনলোড

মহাকাশে রয়েছে অসংখ্য ছন্নছাড়া গ্রহ

বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বিশ্বাস করতেন মহাকাশে অনেক গ্রহই থাকতে পারে যারা কোন নক্ষত্রকে কেন্দ্র করে না ঘুরে ভাসমান ভাবে আছে। এসব গ্রহ কোন নির্দিষ্ট নক্ষত্র পরিবারের অন্তর্গতও বলা যায় না। মূলতঃ বিভিন্ন সময় বিভিন্ন মহাকর্ষ বলের প্রভাবে এসব গ্রহ বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়। তবে এ বিষয়টি একটি ধারণা হিসেবেই ছিল।
                                
জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী তাকাহিরো প্রমান করেন বিষয়টি। নতুন গবেষণায় তিনি জানান জুপিটারের চেয়ে ১৫গুন ভরের একটি গ্রহ নতুন একটি নক্ষত্রের  কাছে ভাসমান অবস্থায় আছে। এ ধরনের গ্রহের সংখ্যা নক্ষত্রের সংখ্যার দ্বিগুণ হতে পারে। ১৯৯৫ সালে আমাদের সৌর জগতের বাইরে ৫০০’র বেশি গ্রহের সন্ধান মেলে যারা খুবই কম গতিতে বিভিন্ন নক্ষত্রেন চারদিকে ঘুরছে, যার কথা ১৯১৫ সালেই আইনস্টাইন বলে দিয়েছিলেন।
কোন একটি গ্রহের গতি, তার আস-পাসের মহাকর্ষ বলসহ বিভিন্ন বিষয়গুলোর গানিতিক হিসাব করলেই নিশ্চিত হওয়া সম্ভব এটি  ছন্নছাড়া কিনা। এ বেপারে অস্ট্রেলিয়ার জ্যোতির্বিজ্ঞানী ও’টলি জানান, We’re only speaking about 10 objects, only one of which has enough data to rule out a host star, or at least rule out a star within ten astronomical units of the planet.